Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

৩৬০ আউলিয়া ও শ্রীচৈতন্য মহাপ্রভূর স্মৃতি বিজড়িত পূন্য ভূমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলাধীন প্রকৃতিক সৌন্দর্য্য মন্ডিত সীমান্তবর্তী একটি উপজেলা হল চুনারুঘাট। এই উপজেলার বৈশিষ্ট্য হল এক দিকে নয়ানিভিরাম চা বাগান ও পাহাড়ী অঞ্চল ও অন্য দিকে সমতল ভুমি। এই উপজেলার মধ্য দিয়ে খোয়াই নদী  প্রবাহমান । এই উপজেলার প্রায় মধবর্তী স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থিত। বর্তমানে ৩১শয্যা বিশিষ্ট পূর্নাঙ্গ হাসপাতাল চালু আছে। ইতোমধ্যে এটিকে ৫০ শয্যায়্ উন্নীত করা হয়েছে। ভবন নির্মাণসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে চালু  হওয়ার অপেক্ষায় রয়েছে।

ছবি